বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

অফিসকক্ষ থেকে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ফেললেন জাবি অধ্যাপক

সংবাদের আলো ডেস্ক: বিভাগের অফিসকক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গানের মিছিল’ কর্মসূচি শেষে এ তথ্য জানান তিনি।

অধ্যাপক শামীমা বলেন, ‘ঢাকার রাজপথ মেধাবীদের রক্তে লাল হয়েছে। তার প্রতিবাদ স্বরূপ আমি এটা করেছি। আমার মনে হয়েছে তিনি (প্রধানমন্ত্রী) এখন বাংলাদেশের মানুষের হৃদয়ে নেই। যেহেতু উনি (প্রধানমন্ত্রী) মানুষের হৃদয়ে নেই, তাই দেওয়ালে শোভা পাওয়ার মানে হয় না।

তিনি আরও বলেন, ‘আমি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করছি। সেই সঙ্গে উনি (প্রধানমন্ত্রী) যদি শিক্ষার্থীদের দাবি মেনে নেন, তাহলে তাকে আমি আবার সসম্মানে দেওয়ালে টানিয়ে দেব। সূত্র: দৈনিক আমাদের সময়

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়