উল্লাপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ক্রীড়া একাডেমিকে মাঠে নামতে বাধা
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বীর মুক্তিযোদ্ধা সালাম_হাফিজ ক্রীড়া একাডেমির ফুটবল প্রশিক্ষণার্থীদের মাঠে নামতে বাধা ও প্রতিনিয়ত হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কুচক্রী মহলের বিরুদ্ধে। সরজমিনে গিয়ে জানাযায়, উপজেলার পুর্ণিমাগাঁতীর ভেংড়ী সরকারি খেলার মাঠ সবার জন্য উন্মুক্ত থাকলেও বীর মুক্তিযোদ্ধা সালাম-হাফিজ ক্রীড়া একাডেমির কোন প্রশিক্ষণার্থীদের মাঠে নামতে বাধা এবং প্রতিনিয়ত হুমকি প্রদর্শন করছেন স্থানীয় প্রভাবশালী লুৎফর রহমান বাবলু, মোহাম্মদ আলী, সিরাজুল হক, সনেট, আব্দুস সালামসহ তাদের অনুসারিরা। এ বিষয়ে একাধিক ফুটবল প্রশিক্ষণার্থীর অভিভাবকরা জানান, আমরা চাই উল্লাপাড়া ইউএনও স্যার এবং ক্রীড়া কর্মকর্তারা সুন্দর একটি সমাধান করে দিবে।
আমরা চাই আমাদের ছেলে মেয়েরা যেন এই মাঠে নিয়মিত খেলাধুলা করতে পারে। এ ঘটনায় উপজেলা ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। বীর মুক্তিযোদ্ধা সালাম-হাফিজ ক্রীড়া একাডেমির ক্রীড়া সম্পাদক এনামুল হক ও পরিচালনা পর্ষদের সদস্য আবু সায়েম বলেন, আমাদের খেলোয়াড়দের প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন লুৎফর রহমান বাবলু, মোহাম্ম আলী, সনেট, আব্দুস সালামসহ তাদের অনুসারিরা। উল্লাপাড়া উপজেলা প্রশাসনের কাছে আমাদের দাবি আমরা যেন আমাদের খেলোয়াড়দের নিয়ে এই মাঠে প্রতিদিন ট্রেনিং করাতে পারি। বীর মুক্তিযোদ্ধা সালাম-হাফিজ ক্রীড়া একাডেমির সভাপতি আব্দুস সাত্তার বলেন, স্থানীয় কুচক্রী মহল, যারা সমাজের বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত তারাই এই একাডেমিকে মাঠে খেলতে বাধা দিচ্ছে।
তারা মাদক কর্মকাণ্ডে জরিত তাই তারা ফুটবল খেলা পছন্দ করেনা। আমি উপজেলা এবং জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে। সাংবাদিকদের সাথে কথা বলবেনা বলে জানান। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা সুলতানা জানান, আমি এধরনের কোন অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নিবো। উলেখ্য, এলাকার মরহুম দুইজন বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণে ২০১৯ সালে সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠা করা হয় বীর মুক্তিযোদ্ধা সালাম_হাফিজ ক্রীড়া একাডেমি। এই একাডেমিতে প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী অভিজ্ঞ কোচ দ্বারা নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করে।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।