বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

এবার বিশ্বকাপে চোখ আম্পায়ার জেসির

সংবাদের আলো ডেস্ক: কিছুদিন আগেই পর্দা নেমেছে নারী এশিয়া কাপের। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই নারী এশিয়া কাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। পুরো আসরেই দক্ষতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেন তিনি। এমনকি টুর্নামেন্টের ফাইনালে ভারত-শ্রীলঙ্কার ম্যাচও পরিচালনার দায়িত্ব ছিল তার। । এশিয়া কাপ শেষে এই সাবেক ক্রিকেটারের চোখ এখন ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে।

এশিয়া কাপ থেকে দেশে ফিরে গতকাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে হাজির হন জেসি। এরপর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিশ্বকাপে আম্পায়ারিং করার ইচ্ছা পোষণ করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আশাবাদী, স্বপ্ন সেটাই দেখছি। বিসিবিও আশাবাদী। কিন্তু যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হচ্ছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। সুযোগ আছে। বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ, সেই স্বপ্নটা সবাই দেখে।

জেসি আরো বলেন, ‘যেমন চিন্তা করে গিয়েছি, তার চেয়ে ভালো কেটেছে। এশিয়া কাপের প্রথম ম্যাচটা ছিল ভারত-পাকিস্তানের। ম্যাচটা খুব ভালো হয়েছে। প্রথম ইম্প্রেশনটা খুব ভালো হওয়ায় সেটা হয়তো এশিয়া কাপের ফাইনাল ম্যাচটাও পেতে সাহায্য করেছে।’

মেয়েদের এশিয়া কাপের ফাইনাল থেকেও বেশি চাপ বাংলাদেশের প্রিমিয়ার লিগ ম্যাচে এমনটাই মনে করেন জেসি। তিনি বলেন, ‘আমার মনে হয় ভারত-পাকিস্তান বা এশিয়া কাপের ফাইনাল ম্যাচের থেকে আমাদের ডিপিএলেই বেশি চাপের ম্যাচ থাকে। আমি এটা মনে করেই সেখানে গিয়েছি। যে কারণে আমি ওই ম্যাচগুলো উপভোগ করেছি, চাপ অনুভব করিনি।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়