বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দেয়ার অনুমতি পেলেন ২ শিক্ষার্থী

সংবাদের আলো ডেস্ক: কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দেয়ার অনুমতি পেয়েছেন সাতক্ষীরার দুই শিক্ষার্থী। তারা হলেন- দেবহাটার ফাহিম পারভেজ রনি ও কালীগঞ্জের জাহিদ হোসেন। বর্তমানে তারা সাতক্ষীরা জেলা কারাগারে আছেন।

এর আগে, গত বৃহস্পতিবার (৩১ জুলাই) যশোর শিক্ষাবোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনায় পরীক্ষা দেবেন ওই শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কার ঘিরে পুলিশের করা মামলায় গ্রেফতার হন তারা।

এদিকে, কোটা আন্দোলনে সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানার ও ঢাকা জেলার মামলায় গ্রেফতার হওয়া ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছে আদালত। শুক্রবার (২ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালত ৩৭ জনকে এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ জনকে জামিনের আদেশ দেন।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----