শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

চাঁদাবাজি করতে গিয়ে যুবলীগ নেতা গ্রেফতার

সংবাদের আলো ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে বিভিন্ন মালবাহী নৌপরিবহনে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় ইউনিয়ন যুবলীগ সভাপতিসহ ৫ জনকে আটক করেছে নৌপুলিশ। শুক্রবার (২৮ জুন) বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর সংলগ্ন পাটলাই নদী থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের সুলেমানপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে ফজলু মিয়া (৪৫)। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি। একই গ্রামের সফর আলীর ছেলে হাবিবুর রহমান (৫০), রজব আলীর ছেলে কামরুল ইসলাম (৪০), ফজুল হকের ছেলে এমরান হোসেন (৩৪), দুলু মিয়ার ছেলে কোহিনুর (৪০)।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----