টাঙ্গাইলে গরুবাহী ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩
![](https://deshjournal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সংবাদের আলো ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে গরুবাহী ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বাগুটিয়ার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) সামনে এ দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, প্রাইভেট কারটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় কারটি বাগুটিয়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হন আরও ৪ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।![](https://sangbaderalo.com/wp-content/uploads/2024/06/441885556_376522134929090_8361374250193362151_n.jpg)
![](https://sangbaderalo.com/wp-content/uploads/2024/06/441946226_444650001691748_2264725912970037362_n.jpg)
![](https://sangbaderalo.com/wp-content/uploads/2024/06/441885556_376522134929090_8361374250193362151_n.jpg)
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।