বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

ট্রফি নিয়েই ঘুম, মেসির কথা মনে করিয়ে দিলেন সূর্য

সংবাদের আলো ডেস্ক: কাতার বিশ্বকাপ জিতে ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়েছিল আর্জেন্টিনা। মেসি জিতেছিলেন প্রথম বিশ্বকাপ। সেই বিশ্বকাপ জিতে এতটাই আনন্দিত ছিলেন মেসি, যে ট্রফি সঙ্গে নিয়েই ঘুমিয়েছিলেন তিনি। সে সময় মেসির এমন একটি ছবি বেশ সারা ফেলেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ ক্যাচ নিয়ে ভারতকে ১১ বছর পর শিরোপা জেতানো সূর্যকুমার যাদবও একই কাজ করলেন বিশ্বকাপ জিতে। ট্রফি নিয়েই ঘুমিয়েছেন তিনি।ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ জয়টা তিনি উদযাপন করেছেন মেসির মতোই। যা এরইমধ্যে সারা ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু ট্রফির সঙ্গেই ঘুমাননি সূর্য। এসময় তার বিছানায় স্ত্রী দেবীশা শেট্টিও ছিল। যার ক্যাপশনে সূর্য লিখেছেন ‘এটি (বিশ্বকাপ) একটি ভালো রাতের ঘুম দেবে।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ইনিংসের শেষ ওভারে সূর্যর ওই ক্যাচটিই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। শেষ ওভারে ম্যাচ জিততে ১৬ রান নিতে হলেও উইকেটে ছিলেন ডেভিড মিলার। যে উইকেটে থাকলে ম্যাচটা দক্ষিণ আফ্রিকার হয়ে যেতে পারত।হার্দিককে প্রথম বলে উড়িয়ে মেরেছিলেন মিলার। তবে বাউন্ডারি লাইনে থেকে মিলারের নিশ্চিত ছয়টি আটকে দারুণ ক্যাচ নিয়ে তাকে সাজঘরে পাঠিয়ে ভারতের জয়ের পথ প্রশস্ত করে দেন সূর্য। এমন ক্যাচকে ফাইনালের ইতিহাসে অন্যতম সেরার হিসেবে অ্যাখ্যায়িত করা হচ্ছে। ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান তো বলেই দিয়েছেন, জীবনের শেষ দিন পর্যন্ত সূর্যের এই ক্যাচটি চোখে লেগে থাকবে তার। এমন ক্যাচের পর ভারতে প্রশংসায় ভাসছেন সূর্য। যেই ক্যাচের জন্য তাকে ফাইনাল ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কারও দিয়েছে বিসিসিআই। যদিও অনেকে তার এই ক্যাচটি নিয়ে প্রশ্ন তুলছে। তবে সে সবে কান না দিয়ে এখন ট্রফি জয়ের আনন্দে ভাসছেন সূর্য।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----