ডুবন্ত মরদেহ উদ্ধার করলো রায়পুরের ফায়ার সার্ভিস


রায়পুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ৮নং ওয়ার্ডে বসবাসরত উত্তর কেরোয়া গ্রামের আব্দুল সমিদ দেওয়ান বাড়ির পুকুর থেকে একটি ডুবন্ত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রায়পুর ইউনিট।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে আব্দুল সমিদ দেওয়ান বাড়ির মৃত অলি উল্যার ছেলে মো. মুকবুল আহম্মেদ (৭০) পুকুরে গোসল করতে নামেন। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তিনি পানির ওপরে উঠছেন না দেখে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
কিন্তু অনেক চেষ্টা করেও তার সন্ধান না পাওয়ায় স্থানীয়রা দ্রুত রায়পুর ফায়ার সার্ভিসে খবর দেন।
সংবাদ শুনে রায়পুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার (লিডার) সৈয়দ আহাম্মদের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। চৌকস ফায়ার ফাইটারদের মধ্যে মো. জাফর উদ্দিন, মো. ইকরাম হোসেন ও আতাউল্লাহ্ সক্রিয়ভাবে উদ্ধার অভিযানে অংশ নেন। এক ঘণ্টাব্যাপী শ্বাসরুদ্ধকর অভিযানের পর তারা পুকুর থেকে বৃদ্ধ মুকবুল আহম্মেদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
উদ্ধারের পর স্বজনদের উপস্থিতিতে মরদেহ তার ছেলে মো. শামছুল আলমের কাছে হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিসের লিডার সৈয়দ আহাম্মদ বলেন, “ঘটনার খবর পাওয়ার মাত্র দশ মিনিটের মধ্যেই আমি আমার চৌকস ফায়ার ফাইটারদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছি । এক ঘণ্টার অভিযানে মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করতে সক্ষম হই।
এ দুর্ঘটনায় স্বজন ও স্থানীয়রা বৃদ্ধ মুকবুল আহম্মেদের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন।
দেশ জার্নাল / সো আ
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।