বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

তাড়াশে  আ.লীগের শোক র‍্যালী 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালী করেছে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও ৮টি ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ সব সহযোগী সংগঠন র‍্যালীতে যোগ দেয়। তাড়াশ উপজেলা আ.লীগের কার্যালয়ে থেকে শুরু হয়ে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শেষ হয় এই র‍্যালী।

শোক র‍্যালীর পর তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকারের সভাপতিত্বে, যুগ্ম সাধারণ সম্পাদক রজত ঘোষের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেন তাড়াশ উপজেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।

প্রধান বক্তা  সঞ্জিত কর্মকার  বলেন, অনেক তথ্যচিত্র, ডকুমেন্টারিতে দেখেছি শিশু রাসেলকে বঙ্গবন্ধু সব জায়গায় নিয়ে যেতেন। নৃশংস ঘাতক দল তাকেও শেষ করে দিয়েছে। বাঙালি যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধু পরিবারকে হারানোর এই শোক আমরা বহন করে যেতে হবে। বঙ্গবন্ধু কখনো ক্ষমতার জন্য যুদ্ধ করেননি। তিনি আজীবন আন্দোলন করেছেন নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। না হলে সিরিয়া, ইরাক, পাকিস্তানের চেয়েও খারাপ পরিণতি হবে।    আলোচনা সভায় তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোক্তার হোসেন মুক্তা, অধ্যক্ষ আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মর্জিনা ইসলাম,  পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইসচেয়ারম্যান ম. ম. জর্জিয়াস মিলন রুবেল,  উপজেলা  স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল খালেক পিয়াস, মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, তালম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাউজামান, মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম বুলবুল, মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিলুর রহমান হাবিব,  সদর ইউনিয়ন আওয়ামী লীগের  সাধারন সম্পাদকমীর  বকুল সহ ছাত্র লীগ,  শ্রমিক লীগসহ সকল সহযোগী সংগঠনের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়