তিনি থাকেন ঢাকায়, মাস শেষে তুলেন লক্ষাধিক টাকার বেতন


নুরুল আমিন ভূইয়া দুলাল নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুর সদর উপজেলার ৯ নং উত্তর জয়পুর ইউনিয়নে হামর্দদ ফাউন্ডেশন পরিচালিত রওশন জাহান ইষ্টার্ণ মেডিকেলে কলেজের অধ্যক্ষ হিসাবে নিয়োগ পাওয়া কামরুন নাহার পলিন থাকেন ঢাকায়। তার স্বামী হামর্দদ এমডি ইউসুফ হারুন ঢাকায় থাকার সুবাধে তিনি ও ঢাকায় অবস্থান করছেন। মাসে একদিনও কোন অফিস না করে অথবা ক্লাস না করলেও মাস শেষে তুলে নিচ্ছেন বেতনের টাকা।
হামর্দদ একটি ওয়াকফ সম্পত্তি হলেও মূলত এটা এখন একটা সিন্ডিকেটের লুটপাট আর দূর্ণীতির আখড়ায় পরিণত হয়েছে। কলেজ সূত্রে জানা যায়, কলেজে বর্তমানে ৪ বছর মেয়াদি DUMS এবং ৫ বছর মেয়াদী BUMS কোর্স চালু রয়েছে।
অধ্যক্ষ কামরুন নাহার পলিন সহ ১৪ জন শিক্ষক, ৮ জন কর্মকর্তা এবং ৭ জন অফিস সহকারীর বিশাল বহর থাকলেও ছাত্র- ছাত্রী সংখ্যা ২০০ জনের মত।
হামর্দদ এমডির স্ত্রী হওয়ায় নিজের খেয়াল খুশীমত চলছে এই প্রতিষ্ঠানটি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান ৪/৬ মাস পরে তার স্বামী ইউসুফ হারুন ভুঁইয়ার সাথে হেলিকপ্টারে এসে ১দিন থেকে আবার চলে যান। এছাড়া তিনি আর আসেন না।
এ বিষয়ে জানতে কামরুন নাহার পলিনের মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।