শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

নকল পণ্য তৈরির ৭ প্রতিষ্ঠানকে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কেরাণীগঞ্জ ও বংশালে নকল কসমেটিকস, বৈদ্যুতিক তার, মোবাইলের ব্যাটারি এবং মবিল উৎপাদন মজুদ ও বিক্রি করার অভিযোগে সাতটি প্রতিষ্ঠানকে ১৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব। একইসঙ্গে ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের নকল কসমেটিকস জব্দ ও ধ্বংস করা হয়েছে। রবিবার ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে চালিয়ে এই জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া’) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল।এম. জে. সোহেল বলেন, রবিবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকার কেরাণীগঞ্জ ও বংশাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত নকল কসমেটিকস, মোবাইলের ব্যাটারি এবং মবিল উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে সাতটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এর মধ্যে জনসন বেবি লোশনের নকল কারখানাকে এক লাখ ৫০ হাজার টাকা, ময়ূর ডিটারজেন্ট পাউডারকে এক লাখ ৫০ হাজার টাকা, এম.সি.ভি. টেলিকমকে ৫০ হাজার টাকা, গৌরি জাফরান বিউটি সোপকে দুই লাখ টাকা, ফাইম ক্যাবলকে দুই লাখ টাকা, এ.আর. এন্টার প্রাইজকে পাঁচ লাখ টাকা ও সানসিল্ক, ডাব সেম্পু নকল টিউব তৈরি কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেন। এছাড়া উক্ত মোবাইল কোর্টের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আনুমানিক ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের নকল কসমেটিকস জব্দ ও ধ্বংস করা হয়। তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবত এই অসাধু ব্যবসায়ীরা নকল কসমেটিকস, মোবাইলের ব্যাটারি এবং মবিল উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----