নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় চলছে অবাধে মা ইলিশ নিধন


ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর মধ্যেরাত থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ দরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
কিন্তু লক্ষীপুর জেলার রায়পুর উপজেলায় রাতে মেঘনা নদীতে অবাধে রমরমা মা ইলিশ ধরা চলছে কয়েক ঘন্টায় নদীতে দেখা যাচ্ছে না কোস্ট গার্ট সদস্য বা অন্য কোন বাহিনীদের কে এতে অসাধু জেলেরা নিষেধাজ্ঞা না মেনে নির্বিঘ্নে ইলিশ ধরে এতে হাজার হাজার মা ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে।এই ইলিশ চওড়া দামে তারা বিক্রি করছে।
নিষেধাজ্ঞার সময় ইলিশ আহরন, পরিবহন বাজারজাতকরণ, মজুদ ও ক্রয়-বিক্রয় সম্পন্ন নিষেধ ঘোষণা করেছে সরকার।
নদীর পাড়ে থাকা মোঃ সোহেল মোঃ রায়হান ও জাহিদ হাসান সহ আরো কয়েক জন বলেন নিষেধাজ্ঞার মধ্যে জেলেরা বেআইনি বাবে মা ইলিশ ধরছে এতে দেশের সম্পদের ব্যপক ভাবে ক্ষতি হচ্ছে তারা মা ইলিশ রক্ষায় প্রশাসন এর আরো জোরাল শুদৃষ্টি কামনা করছি
দেশ জার্নাল /এস.এম
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।