শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

পুলিশের সহযোগিতায় সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

সংবাদের আলো ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী-জনতা হত্যার বিচার ও গণহারে শিক্ষার্থী গ্রেফতারের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও জনতা। মিছিলে হত্যার বিচার চেয়ে সরকার বিরোধী নানান স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় বাঁধা না দিয়ে বিক্ষোভকারীদের সামনে-পেছনে থেকে নিরাপত্তা দিয়ে সহযোগিতা করতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে।

শনিবার (৩ আগস্ট) দুপুরে জেলার ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শুরুর আগে শিক্ষার্থীদের উদ্দেশে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী বলেন, আপনারা সুন্দর ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালন করেন আমরা কোনো বাঁধা দিব না। আপনাদের ভেতরে যেন কোন দুস্কৃতিকারী ঢুকতে না পারে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। এ সময় শিক্ষার্থীরা কোনো বিশৃঙ্খলা না করার আশ্বাস দেয়।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----