মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে বহু হতাহত

সংবাদের আলো ডেস্ক: বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বহু মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যেও অনেকের অবস্থা আশঙ্কাজনক। রোববার বিকেল সোয়া পাঁচটার বগুড়া শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ বলছে, ঘটনাস্থলেই নিহত হয়েছেন কমপক্ষে তিনজন। তবে একাধিক সংবাদমাধ্যমের খবরে ঘটনাস্থলে নিহতের সংখ্যা কমপক্ষে পাঁচ বলে উল্লেখ করা হয়েছে।আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।  সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। প্রতি বছরই ধর্মীয় রীতি আর নানা আনুষ্ঠানিকতায় দেশব্যাপী উৎযাপিত রথযাত্রা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর; তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মুক্তি লাভ হয় প্রতিটি জীবের।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----