বাঁচতে চায় লিভার ক্যান্সার আক্রান্ত গনি ,বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন


লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১নং উওর চর আবাবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ড সোনা মিয়া সর্দার বাড়ীর মৃত মোঃফাজু মিয়ার ছেলে আব্দুল গনি। বিগত কয়েক মাস থেকে তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েছেন।আবদুল গনি সুস্থ অবস্থায় চট্টগ্রামে ব্যবসা করতেন। অসুস্থ হওয়ার পর থেকে গত কয়েক মাস বিছানায় পড়ে আছেন। শেষ সম্ভল বিক্রি করেও তার চিকিৎসা শেষ করাতে পারেছেন না। অর্থের অভাবে তার চিকিৎসা এখন বন্ধ। গনি লিভারে আক্রান্ত হলে তাকে প্রথমে লক্ষ্মীপুর ও চাঁদপুরে বিভিন্ন হাসপাতালে ডাক্তার দেখান। পরে ডাক্তারের পরামর্শে ঢাকা ক্যান্সার হাসপাতালে ভর্তি করেছেন তারা। ব্যয়-বহুল অর্থ খরচ করতে না পেরে রোগী আব্দুল গনিকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়। ডাক্তার বলেছেন তাকে উন্নত চিকিৎসা দিতে হলে ভারতের চেন্নাইতে নিতে হবে। অসহায় পরিবারে পক্ষে ব্যয়-বহুল অর্থ খরচ করতে না পারায় ঔষধ ও চিকিৎসার অভাবে সে এখন মৃত্যু শয্যায়। এমতাবস্থায় আমাদের এই সমাজে বিভিন্ন পর্যায়ে বিত্তবানরা নিজেদের জীবনের উন্নতি কল্পে দেশ ও সমাজের উচ্চ শিখড়ে পৌঁছার লক্ষে প্রতিনিয়ত বিভিন্ন ভাবে অঢেল বা অগনিত টাকা ব্যায় করে আসছেন, অথচ সম্পূর্ণ মানবিক ও মহানুভবতার দৃষ্টিতে লিভার ক্যান্সারে আক্রান্ত আব্দুল গনির জন্য ঐ সমস্ত অর্থ থেকে কিছু অর্থ দিয়ে সাহায্য করে তার বেঁচে থাকার স্বপ্নটাকে বা এই দুঃখী জীবনের মোড়টাকে ঘুরিয়ে দেওয়া যায় না ?
সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে অনুরোধ উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা করা।
সাহায্য পাঠাতে পারেন বিকাশ পার্সোনাল- 01851598677(স্ত্রীর)
দেশ জার্নাল /এস.এম
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।