ভারতের কেরালায় ভূমিধসে প্রাণহানি বেড়ে ৩৪৪
![](https://deshjournal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সংবাদের আলো ডেস্ক: ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৪ জনে। এখনো নিখোঁজ প্রায় তিন শতাধিক। পঞ্চমদিনের মতো চলছে উদ্ধারকাজ। দেশটির একাধিক গণমাধ্যম এ খবর জানিয়েছে।
প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা করে কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও আড়াইশ’র বেশি মানুষ নিখোঁজ। এরমধ্যে নারী ও শিশু রয়েছে শতাধিক। দুর্গত এলাকায় নিখোঁজদের উদ্ধারে সেনা-নৌ’সহ বিভিন্ন বাহিনীর ১৬শ’ সদস্য কাজ করছে। তবে, ভারি বৃষ্টির কারণে ব্যহত হচ্ছে উদ্ধার তৎপরতা।
এদিকে সেতু ধস ও রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কপথে অন্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওয়েনাড। প্রবল বর্ষণ এবং একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেক নিহতের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার (২৯ জুলাই) মধ্যরাতে রাজ্যের ওয়াইনাড় জেলায় ভারী বৃষ্টির কারণে হয় পাহাড়ি ঢল। তাতে দেখা দেয় ব্যাপক ভূমিধস। ঘুমন্ত গ্রামবাসীর ওপর নেমে আসে বিপর্যয়। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে মুন্দাক্কাই এলাকা।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।