বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

মধুপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১ আহত ৪

জহুরুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মতহাসড়কে টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী নামক স্থানে সোমবার (১৫ জুলাই) দুপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে আনোয়ার হোসেন (৬৫) নামে একজন নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন। নিহত আনোয়ার হোসেন মির্জাপুর উপজেলার মৃত শুকুর আলীর ছেলে। স্থানীয়রা জানায়, শেরপুর থেকে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা মধুপুরের দিকে যাচ্ছিল। আঞ্চলিক মহাসড়কের গোলাবাড়ি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মহাখালী ট্রাাভেলসের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও অপর চার যাত্রী আহত হয়। এ ঘটনায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়ক কিছু সময়ের জন্য অবরোধ করে রাখে। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, আহতদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে পাঠানো হয়। পরে এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা আঞ্চলিক মহাসড়ক কিছু সময়ের জন্য অবরোধ করে রাখে। এসময় পুলিশ গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও জানান, নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়