বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

যশোরের শার্শা বাগআঁচড়ায় শান্তি সভা অনুষ্ঠিত

মো: সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার: শার্শা উপজেলা বাগআঁচড়া ইউনিয়নের দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদ ও জামায়াত-শিবিরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার দাবিতে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১জুলাই) বিকেলে এ শান্তি সভা বাগআঁচড়া বাজারে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি ডা. সাধন কুমার গোস্বামীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল।

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাবেক মেম্বার আলী আহম্মাদ, সম্পাদক ইকবাল হাসান (তুতুল) এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসেম আলী, সম্পাদক সাবেক মেম্বার আলমগীর, সহসভাপতি আল আমিন খান, সালাম কসাই, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব পল্টু, সম্পাদক মেহেদী হাসান অপুসহ প্রমুখ।

প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল বলেন, কোটা সংস্কারের দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নেয়ার আশ্বাস দিলেও সেটিকে পুঁজি করে দেশব্যাপী জামায়াত-শিবির ও তাদের দোসররা সন্ত্রাস-নৈরাজ্য এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আজ থেকে পাড়া মহল্লায়  জামায়াত-শিবির ও তাদের দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেখানে সন্ত্রাস সেখানে প্রতিবাদ সেখানেই প্রতিরোধ। দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূলের সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়