শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাউজানে ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত খাল ও সড়ক ভেঙে জনদুর্ভোগ চরমে

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে ভারি বর্ষণে জলাবদ্ধতায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত কয়েকদিনের টানা ভারি বর্ষণ ও পাহাড়ী ঢলে গতকাল মঙ্গলবার রাউজান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডে ডাবুয়া খাল ভেঙে প্রবল স্রোতে সড়ক ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। এছাড়া চিকদাইর এলাকায়ও ভেঙেছে খাল।  রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় পানির নিচে তলিয়ে গেছে বহু বসতঘর, রাস্তাঘাট, পোলট্রী ফার্ম।
মরেছে মুরগী, পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে মুরগীর খাদ্য। এছাড়া ১০-১২টি পুকুর ডুবে ভেসে গেছে মাছ। তা ছাড়া পৌর ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকের বীজতলা। পাপ্পি চক্রবর্তী নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ভারি বর্ষণে পাহাড়ী ঢলে প্রবল স্রোত সৃষ্টি হয়ে ডাবুয়া খালের বিভিন্ন অংশ ভেঙে ৫০০ পরিবার দুর্ভোগে পড়েছেন। সড়ক ভেঙে যাওয়ায় যোগোযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মুরগীর খামারী নিরল চন্দ্র দাশ বলেন, আমার খামারে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষতি হয়েছে।
অরুন নামে আরেক খামারী বলেন, আমার অনেক মুরগী মারা গেছে, ভেসে গেছে মুরগীর খাদ্য। বড় ধরনের লোকসান হয়েছে বলে দাবি তার। এদিকে দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করেছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ও রাঙামাটি উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকাশন চাকমা। পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, ভারি বর্ষণে খাল ভেঙে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী আমাদের নির্দেশনা দিয়েছেন আমরা দুর্ভোগে পড়া মানুষের পাশে আছি এবং দুর্ভোগ লাগবে কাজ করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা বলেন, আমরা ইউনিয়ন ও পৌরসভা এলাকা পরিদর্শন করেছি। আমার সঙ্গে পানি উন্নয়নবোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকাশন চাকমা ছিলেন।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----