রাউজানে রোপণ করা হবে ১ লাখ ৭০ হাজার ফলদ গাছের চারা, চলছে ব্যাপক প্রস্তুতি
রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার সড়কের পাশে ,শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের আঙ্গিণায় আবারো ফলদ গাছের চারা রোপন করবেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। এবার রোপণ করা হবে ১ লাখ ৭০ হাজার ফলদ গাছের চারা।এই কার্যক্রম সফল করতে রাউজান উপজেলা প্রশাসন, রাউজান উপজেলা কৃষি সম্প্রসারন অধিদদপ্তর, বনবিভাগ, রাউজান পৌরসভার মেয়র, কাউন্সিলর, রাউজানের ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা, রাউজানের প্রতিটি এলাকায় প্রস্তুতি মুলক কাজ করছেন। সড়কের পাশে, বিভিন্ন প্রতিষ্ঠানের পাশে মাটি খনন করে,খনন করা গর্তে সার দিয়ে রাখছেন।
রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন, রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির একান্ত প্রচেষ্টায় উন্নত জাতের বিভিন্ন প্রজাতির আম, পেয়ারা,লিচু, হরিতকি,আমলকি,আমড়া, গাছের চারা ক্রয় করে দেশের বিভিন্ন এলাকা থেকে আনা হয়েছে। ১লাখ ৭০ হাজার ফলদ গাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। উল্লেখ্য যে, এর আগে রাউজানে এক ঘন্টায় ৪ লাখ ৮৭ হাজার ফলদ গাছের চারা রোপন করে জাতীয় পুরস্কার অর্জন করেন রাউজান উপজেলা।গত বৎসর ও রাউজানে ৫ লাখ গাছের চারা রোপন করা হয়।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।