শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

রামগতি চররমিজ ইউনিয়নে টানা বর্ষনে ফসলের ব্যাপক ক্ষতি

 

নুরুল আমিন দুলাল ভূঁইয়া নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুরের রামগতিতে চররমিজ ইউনিয়নে টানা বর্ষণ ও উপরের জোয়ারের পানিতে পাকারাস্তাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
জানাগেছে, উপজেলার রামগতি চররমিজে জোয়ারের পানিতে চরগোসাই, চররমিজ চরমেহের গ্রামে উঠতি ধন ও ছোট কাচাঘর ডুবে গেছে।
এছাড়া চরগোসাই পশ্চিম পাকা সড়ক ও ও মধ্যচরগোসাই তিন কিলোমিটার পাকারাস্তা ক্ষতি হয়ে জনদুর্ভো সৃষ্টি হয়েছে।
স্হানীয় আবুল কাশেম, মোবারক, সিরাজ জানান, জোয়ারের পানি স্বপ্ন ফসল ধান ডুবে যাওয়ায় আতঙ্কে আছি। ধারদেনা করে ফসল রোপন করছি।
চররমিজ ইউপি চেয়ারম্যান
মুজাহিদুল ইসলাম দিদার জানান,
জোয়ারের পানিতে কয়েটি গ্রাম তলে গেছে। আমরা দ্রুত এলাকাগুলি পরিদর্শক করে পানি নামানোর ব্যবস্হা করে দিয়েছি।
তবে কয়েকটি পাকারাস্ত ও কাচারাস্তা মেরামত না করলে মানুষের চলাচলে দুর্ভোগে পড়বে
উপজেলা কৃষি অফিসার আবু সাঈদ তারেক জানান, কিছু এলাকায় জোয়ারের পানিতে ডুবে যাওয়া ধানের কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তারপরও ঝুকিপূর্ণ এলাকায় আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা ফসল সুরক্ষায় কাজ করছেন।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----