রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রায়পুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব  ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুর পৌর বিএনপির পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

৩০ জানুয়ারি ( বৃহস্পতিবার) বিকেলে পৌর ৩ নং ওয়ার্ড
রায়পুর হালিমা ( রাঃ) মহিলা দাখিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়।

রায়পুর উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী কল্ল্যাণ ফোরাম এর সৌজন্যে ও রায়পুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল মজিদ চৌধুরীর সভাপতিত্বে ১৫০ জন অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সফিকুল আলম আলমাস ( সদস্য সচিব, রায়পুর পৌর বিএনপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল জাহের মিয়াজী( সিনিয়র যুগ্ম- আহবায়ক, রায়পুর পৌর বিএনপি), হাজী মোহাম্মদ সোহেল পাটোয়ারী ( আহবায়ক রায়পুর উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী কল্ল্যাণ ফোরাম), এলাকাবাসী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপি নেতারা বলেন, “আমাদের এ কার্যক্রম মানবিক সহায়তার অংশ। দেশের যে কোনো সংকটে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি।

তাছাড়াও সুবিধাভোগীরা বলেন,শীতবস্ত্র পেয়ে আমরা খুশি। বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানাই।

দেশ জার্নাল /সো আ

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----