মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

‎রায়পুরে  দুইশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নেই  শহীদ মিনার

এস.এম জাকির হোসাইন ঃ

‎লক্ষ্মীপুরের রায়পুরে দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার ।সরকারি ও বেসরকারি প্রথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ২৫৮ টি প্রতিষ্ঠানের মধ্যে২২৩ টিতে নেই  শহীদ মিনার ।পরো উপজেলা মাত্র ৩৫ টি প্রতিষ্ঠিনের আঙ্গিনায় শহীদ মিনার রয়েছে। অনেকেই জাতীয় দিবসটি পালন করেন অস্থায়ী ভাবে শহীদ মিনার তৈরি করে।

‎উপজেলা প্রথমিক ও মাধ্যামিক শিক্ষা কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়। এ উপজেলায় ১২১টি সরকারি প্রথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র আটটি প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে।৮০ এর অধিক বেসরকারি প্রথমিক বিদ্যালয় (কিন্ডারগার্টেন) চালু থাকলেও একটিতে ও নেই শহীদ মিনার ।মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৫৫টি এগুলো তে মাত্র ২৪ টিতে রয়েছে শহীদ মিনার ।মাধ্যমিক এর সমমান দাখিল মাদ্রাসা রয়েছে ২১ এর কোনটিতে নেই শহীদ মিনার ।দুইটি কামিল (আলিয়া)  মাদ্রায়া রয়েছে একটিতে রয়েছে  শহীদ মিনার।

‎রায়পুরে সরকারি কলেজে থাকলে ও বেসরকারি তিনটিতে নেই ।একই চিত্র অন্য ফাজিল (ডিগ্রি)সমমান মাদ্রাসায়।

‎রায়পুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব চন্দ্র বলেন আমরা উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধা জানাই। শহীদ মিনার না থাকা প্রতিষ্ঠিতনের তালিকা চাওয়া হলে আমাদের বিদ্যালয়ার নাম তালিকাভুক্ত করে দিব।

‎লুধুয়া এম এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন আমাদের জায়গা না থাকার কারনে শহীদ মিনার করতে পারছিনা। এই বছর করে নিব।

‎উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মাঈনুল ইসলাম বলেন আমরা অনেক আগে একটা তালিকা জেলা প্রথমিক শিক্ষা অফিসে দিয়ে এখনও কোন উদ্যোগ নেওয়া হয়নি। কোন বরাদ্দ দেওয়া হয়নি, তবে দাতা সদস্য বা এলাকা প্রভাবশালী যারা আছেন তারা করার জন্য বলছি।

‎উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রপ্ত) তৌহিদুল ইসলাম বলেন ,আমি নতুন এসেছি  কতটা প্রতিষ্ঠানে নেই খোঁজ নিয়ে এসব প্রতিষ্ঠানে শহীদ মিনার স্হাপন করতে অনুরোধ করবো।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ইমরান খান বলেন ,যে সকল শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনার নেই তরা উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবে। যদি না আসতে পারে প্রতিষ্ঠানে আলোচনা সভা করবে। আমি জেলা শিক্ষা প্রকৌশল কে বলবো এই বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----