রায়পুরে প্রবাসীর জমি দখলের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন


নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জমি দখলের অভিযোগ তুলেছেন সৌদি প্রবাসী ইউসুফ ভূঁইয়া। তিনি দাবি করেছেন, রায়পুর পৌরসভার ৫নং ওয়ার্ডের মধুপুর এলাকায় তার জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়েছেন সাবেক রায়পুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মারুফ বিন জাকারিয়া এবং মামুন বিন জাকারিয়া। এ ঘটনায় তাকে নানাভাবে হয়রানি ও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
প্রবাসী ইউসুফ ভূঁইয়া আরও জানান, চলতি বছরের ১ জানুয়ারি তার জমির প্লান বাতিলের অভিযোগকে কেন্দ্র করে সারজমিনের তদন্ত না করে পৌরসভার ইঞ্জিনিয়ার কামরুল হাসান দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। এ বিষয়ে তিনি ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) রায়পুরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সামনে অভিযোগ তুলে ধরেন।
এদিকে, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। তিনি বলেন, “এই বিষয়ে প্রশাসনিকভাবে মীমাংসার সময় ইউসুফ ভূঁইয়া কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি।”
অন্যদিকে, পৌরসভা ইঞ্জিনিয়ার কামরুল হাসান স্বীকার করেছেন যে, তিনি এ বিষয়ে সরেজমিন তদন্ত করেননি। তবে, তিনি ইউসুফ ভূঁইয়ার আনিত অন্যান্য অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে অভিহিত করেছেন।
ভুক্তভোগী ইউসুফ ভূঁইয়া স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমি আমার জমি ফেরত চাই এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সমাধান কামনা করছি।
দেশ জার্নাল /সো আ
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।