বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

রায়পুরে  বিনামূল্যে কৃষকদের মাঝে  সার ও বীজ বিতরন 

রায়পুর(লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ১৩ হাজার ৫০০ কৃষকদের মাঝে ২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্হ এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

‎সোমবার (২৫ নভেম্বর) রায়পুর উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হয়।

‎চলতি অর্থ বছরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় প্রতি কৃষক ১ বিঘা জমির জন্য ৫ কেজি উফশী জাতের বোরো ধানের বীজ এবং ২০ কেজি সার ও হাইব্রিড জাতের বীজ প্রতি কৃষক ২ কেজি করে বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার তাহমিনা খাতুনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ করেন।

কৃষি অফিস জানায়, রায়পুর উপজেলার ১ টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে রবি প্রণোদনার ২০২৪-২৫ অর্থবছরে উপজেলায় ৯ হাজার কৃষকের প্রত্যেককে  ৫ কেজি উফশী জাতের বোরো ধানের বীজ ও ২০ কেজি সার এবং ৪ হাজার ৫০০ কৃষকের মাঝে ২ কেজি করে  হাইব্রিড জাতের বীজ বিতরণ করা হয়েছে।
এস.এম/দেশ জার্নাল

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়