রায়পুর সাংবাদিক ইউনিয়ন নির্বাচন সম্পূর্ণ… সভাপতি জহির ,সম্পাদক ফারুক


রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে রায়পুর সাংবাদিক ইউনিয়নের বার্ষিক (২০২৩-২০২৪) নির্বাচন সম্পূর্ণ হয়েছে। এতে সভাপতি পদে জহির হোসেন ও সাধারণ সম্পাদক পদে ফারুক হোসেন নির্বাচিত হয়েছে।এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাহবুব হোসেন রনি। দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রায়হান হোসেন। অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মাছুম ।
শনিবার বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার আবু সাঈদ ঝুটন ও বাংলার বাণী রায়পুর উপজেলার সাবেক প্রতিনিধি অধ্যক্ষ মামুনুর রশিদ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আবু সাঈদ ঝুটন,সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন আব্দুর রহমান তুহিন চৌধুরী, শাহাদাত হোসেন শিমুল ও শরীফ হোসেন ।
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত সাংবাদিক ইউনিয়নের অফিসে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।