‘রায়পুরে এইচ আর সি স্মার্ট স্কুল প্রতিষ্ঠায় শিক্ষকদের প্রশিক্ষণ’


নুরুল আমিন ভূঁইয়া দুলাল ,নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরের রায়পুরে এইচ আর সি স্মার্ট স্কুল প্রতিষ্ঠায় শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
লক্ষ্মীপুরের রায়পুরে আধুনিক ও নৈতিকতা শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এইচ আর সি স্মার্ট স্কুল। দিবসটি উপলক্ষে গতকাল সতেরো সেপ্টেম্বর রোজ রোবিবার সকালে রায়পুর মোহিলা কলেজের একটি হলরুমে শিক্ষিকা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই কর্মশালায় উপস্থিত ছিলেন স্মার্ট স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক রায়পুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফজলুল করিম, আবু সায়েম চৌধুরী, আরিফ হোসেন ও অত্র স্কুলের ফাউন্ডিং কনসালটেন্ট নুরুজ্জামান ফিরোজসহ অনেকে।
তথ্যমতে জানা যায় এইচ আর সি স্মার্ট স্কুলটি রায়পুরের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগি রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরীর স্ব-উদ্যোগে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।
সভায় বক্তারা জানায়, বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে একটি আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই বিদ্যালয়টির পদযাত্রা হতে যাচ্ছে।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।