রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সাগরে ভাসা বোতলের পানিকে মদ ভেবে পান, ৪ জেলের মৃত্যু

সংবাদের আলো ডেস্ক: মাছ ধরতে সমুদ্রে ছয় জেলে। হঠাৎ তাদের চোখে পড়ে কিছু বোতল। ধারণা করেন, এর মধ্যে হয়তো রয়েছে মদ। পরে সেই বোতলগুলোতে থাকা অজানা তরল পান করেন তারা। এরপরেই মৃত্যু হয় চারজনের। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক। গল্প মনে হলেও এমনটাই ঘটেছে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলীয় শহর টাঙ্গালে থেকে ৩২০ নটিক্যাল মাইল দূরে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।জেলেরা মদ ভেবে সেই বোতলে থাকা তরল পান করেছে বলে সংবাদমাধ্যমে জানিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, মৃত জেলেরা গত ৪ জুন টাঙ্গালে শহর থেকে ডেভন নামের একটি নৌযানে করে মাছ ধরতে যান। এরপর সমুদ্রে খুঁজে পাওয়া বোতল থেকে তরল পান করেন তারা। এছাড়া কিছু বোতল সমুদ্রে থাকা অন্যান্য জেলেদেরও দিয়েছিল তারা।ওই সব জেলেদের এরইমধ্যে এ বিষয়টি জানানো হয়েছে।শ্রীলঙ্কার মৎস্য ও জলজ সম্পদ বিভাগের মহাপরিচালক সুসান্থ কাহাওয়াত্তে স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নৌ-বাহিনী জেলেদের তীরে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তবে অসুস্থ জেলেদের ওই নৌকাতেই চিকিৎসা দেয়া হচ্ছে।এদিকে, সমুদ্রে পাওয়া বোতলগুলোতে কী ধরনের তরল ছিল, তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কান কর্তৃপক্ষ।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----