শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জ শাহজাদপুরে রথযাত্রার মহোৎসব অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শাহজাদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ জুলাই বিকাল ৩ টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়।জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।’ রবিবার বিকালে রথযাত্রাটি শাহজাদপুর শ্রী শ্রী গৌর নিতাই বিগ্রহ সেবা আশ্রম কেন্দিয় মন্দির প্রাঙ্গণ থেকে রথের দড়ি টেনে প্রভূ জগন্নাথকে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর পৌর সভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা বাণী, সাধারন সম্পাদক বাসু দেব দত্ত, পৌর পুজা উদয়াপন পরিষদের সভাপতি রতন বসাক, ধর্মীয় নেতা, সন্তোষ চন্দ্র সাহা, রাম চন্দ্র সাহা মিলন, তুষার সাহা এছাড়াও শাহজাদপুরের শত শত হিন্দু ধর্মাবলম্বীরাসহ রথযাত্রায় শত শত নারী, পুরুষ ও যুব সমাজ অংশগ্রহন করে।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----