রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সুরমা নদীর তীব্র স্রোতে নৌকাডুবি, শিশুসহ নিখোঁজ ৩

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের দোয়ারাবাজারের আজমপুর এলাকায় সুরমা নদী পার হতে গিয়ে তীব্র স্রোতে নৌকাডুবে শিশুসহ ৩ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ তিন জনই আজমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১টার দিকে ডিঙ্গি নৌকা করে সুরমা নদী পার হওয়ার সময় স্রোতের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে’।এ সময় মাঝি সাঁতরে পারে চলে আসতে পারলেও দুই মহিলা ও এক শিশু ডুবে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু। তিনি বলেন, তীব্র স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। নিখোঁজ তিনজনকে উদ্ধারের চেষ্টা চলছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----