হালদা নদীর এই কি অবস্থা ? হালদায় ভেসে উঠলো আরো এক মা মাছ

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: কয়েক দিনের ব্যবধানে আবারও দেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মৃত কাতলা মাছ ভেসে উঠেছে। ৩০ জুন রবিবার সকাল ১১টায় নদীর রাউজান অংশের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকায় মরা কাতলা মাছটি নদী থেকে উদ্ধার করে এলাকার লোকজন। এই মাছটির ওজন প্রায় ১৯ কেজি ৩০০ গ্রাম, দৈর্ঘ্য প্রায় ১১৮ সেন্টিমিটার। জানা যায়,নদীর দক্ষিণ দিক থেকে জোয়ারে ভেসে আসে কাতলাটি।

ভাটার কারণে সকাল ১১টার দিকে এটি আজিমের ঘাট এলাকায় আটকা পড়ে। মাছটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কিছু অসাধু মাছ শিকারি এবং নদীর পানি দূষিত হওয়ার কারণেই মা মাছের মৃত্যু হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।এই এক সপ্তাহে নদীতে ৫ টি রুই-কাতলা মা মাছ ও ডলফিন মরে ভেসে উঠেছে।এভাবে হালদার মা মাছ ও ডলফিন মারা গেলে জীব-বৈচিত্র হুমকির মুখে পড়বে।এ অবস্থায় হালদার জীববৈচিত্র্য রক্ষায় হালদার পাড়ে নজরদারি বাড়ানোর প্রয়োজনও মনে করছেন বিশেষজ্ঞরা।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।