আন্তর্জাতিক ডেস্ক: অনলাইনে অর্ডার দিয়েছিলেন আইসক্রিম, বাক্স খুলে এক চামচ আইসক্রিম তুলতেই দেখলেন, ভিতরে শক্ত কিছু একটা রয়েছে। ক্রিম সরাতেই দেখলেন, আস্ত একটা আঙুল। তাও আবার মানুষের আঙুল। বুধবার ভারতের মুম্বাইয়ের মালাডে ঘটনাটি ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, মালাডের ওরলেমের বাসিন্দা পেশায় ডাক্তার- ব্রেন্ডন ফেরাও নামে ২৬ বছর বয়সি এক নারী একটি অনলাইন অ্যাপের মাধ্যমে তিনটি আইসক্রিম অর্ডার করেছিলেন। সময় মতোই অর্ডার পৌঁছায়। কিন্তু প্যাকেট থেকে আইসক্রিম বের করতেই আঁতকে ওঠেন ফেরাও। দেখতে পান, আইসক্রিমের মধ্যে একটা কাটা আঙুল রয়েছে। এরপরই সঙ্গে সঙ্গে তিনি সেই আইসক্রিম নিয়ে মালাড থানায় ছোটেন।অভিযোগ জানান ওই আইসক্রিম সংস্থার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় আইসক্রিমের মধ্যে থেকে বেরিয়ে আসা আঙুলের ভিডিও পোস্ট করে ফেরাও বলেন, ‘আমি আইসক্রিমের মাঝখানে হঠাৎ সেখানে একটা বড় টুকরো অনুভব করলাম। প্রথম দিকে আমি ভেবেছিলাম এটা একটা বড় বাদাম হতে পারে। ভাগ্যক্রমে আমি সেটা খাইনি। পরে ভালোভাবে দেখলে বুঝতে পারি এটি নখসহ একটা আঙুল।’ পুলিশ জানিয়েছে, ওই আইসক্রিমের দোকানের বিরুদ্ধে ফুড অল্টারেশন ও জীবন বিপন্ন করার অভিযোগ দায়ের করা হয়েছে। আইসক্রিমের মধ্যে থাকা আঙুলটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 দেশ জার্নাল. All rights reserved.