এস এম জাকির হোসাইন
লক্ষ্মীপুরের রায়পুর হায়দারগঞ্জ আওলাদে রাসুল (সা.) ছাইয়্যেদ তাহের আহমাদ জাবেরী আল মাদানী (রাঃ) ৫ দিন ব্যাপী ৬০ তম আজিমুশশ্বান ইছালে ছাওয়াব মাহফিল আজ ২৪ ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু।উপজেলার হায়দারগঞ্জ তাহেরীয়া রচিমুদ্দিন ঈদগাহ্ ময়দানে (২৪থেকে শুরু হয়ে ২৮ ডিসেম্বর) ২৯ ডিসেম্বর ভোর ৬টায় আখেরী মোনাজাত’র মাধ্যমে সম্পন্ন হবে ।
ইসলামিক ফাউন্ডেশনের গভের্নর চট্রগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আলেম কুলের শিরমনি আওলাদে রাসুল (সা.) ছাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী সাহবের সভাপতিত্বে ও মাহফিল কমিটির সেক্রেটারি ছাইয়্যেদ তাহের ইজ্জুদ্দীন জাবিরীর সার্বিক তত্ত্ববধানে প্রথম দিবসে মাওলানা মোঃ খলিলুর রহমান নেছারবাদী , দ্বিতীয় দিবসে মুফতি আমির হামজা ,তৃতীয় দিবসে মাওলানা শাহ সাইফুল্লাহ সিদ্দিকী, পীর সাহেব ছারছীনা দরবার শরীফ, চতুর্থ দিবসে মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, পঞ্চম দিবসে প্রফেসর ড.মোঃশাতছুল আলম সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা দেশ বরোন্য উলামায়ে কেরাম, পীর মাশায়েখ ও বুজুর্গানে দ্বীনগন তাশরিফ আনবেন।এবং সূদুর মিশর, ভারত, সৌদি ও তুরস্ক থেকে আগত কারীগন কোরআন তেলাওয়াত করবেন ।
এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিল্পীগন হামদে বারী তায়ালা ও নাতে রাসুল পরিবেশন করবেন । আয়োজক কমিটির প্রত্যাশা এবারের মাহফিল ৩ লাখের অধিক মুসল্লির মিলন মেলা হবে।জানা যায়, মাহফিলকে কেন্দ্র করে প্রায় শতাধিক লোক বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিরতিহীনভাবে মাঠ প্রস্তুতসহ মেহমানদের জন্য কামরা, টয়লেট, পানির লাইন, লাইট ও শব্দ যন্ত্র স্থাপনের কাজ সম্পন্ন করেছেন ।
মাঠে কর্মরত চট্রগ্রামের ইকবাল হোসেন জানান, আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে মেহমানদের জন্য কামরা, তাঁবু, টয়লেট,পানির লাইন, ভিতরের রাস্তা এবং মাইক স্থাপনের কাজ সম্পন্ন করেছি । মাহফিলের গেটের জন্য প্রায় ৫০০ শত এবং তাবুর জন্য ২০০০ হাজার বাঁশ ব্যবহার করা হয়েছে।এ দিকে রায়পুর পল্লী বিদ্যুৎ বিভাগ এ মাহফিলকে সাধুবাধ জানিয়ে ৫ দিনের এ আয়োজনে মাঠে অস্থায়ী বিদ্যুৎ স্থাপন করেছেন।এস.এম/দেশ জার্নাল
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 দেশ জার্নাল. All rights reserved.