প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২৪, ৮:৩০ অপরাহ্ণ
আদভানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সংবাদের আলো ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজেপির জ্যেষ্ঠ নেতা লাল কৃষ্ণ আদভানির সঙ্গে তার বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান বলেন, বৈঠকে উভয় নেতা তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন। অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী থাকাকালে আদভনি তার সরকারের উপপ্রধানমন্ত্রী ছিলেন।
১৯৭০ থেকে ২০১৯ পর্যন্ত মধ্যবর্তী সময়ে তিনি ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য ছিলেন। ১৯৮৬ সাল থেকে ২০০৫ সালের মধ্যে তিনবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতির দায়িত্বপালন করেছেন আদভানি। রোববার সন্ধ্যায় টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি সফররত। বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস, নেপাল ও ভুটানের শীর্ষ নেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 দেশ জার্নাল. All rights reserved.