রায়পুর (লক্ষ্মীপুর)প্রতিনিধি ঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খানকে বান্দরবান বদলি করা হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রাম সংস্হাপন শাখার এক অফিস আদেশে তাকে বান্দরবান বদলি করা হয়।
শনিবার (২৮ ডিসেম্বর) ওই অফিস আদেশে স্বাক্ষর করেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের (চট্টগ্রাম )অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা । পরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়,লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ইমরান খানকে(১৮০৩৩),বান্দরবান পার্বত্য জেলার বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ যে গত রবিবার (১৫ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রায়পুর উপজেলার সাধারণ জনগণের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, রায়পুর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আওয়ামী লীগের দোষর। সরকারি বিভিন্ন কাজে তিনি ব্যাপক অনিয়ম করেছেন। এখনও রায়পুর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের চেয়ারম্যানরা বহালতবিয়তে আছেন। তাদের অপসারণ না করে ইউএনও ঐসব আওয়ামী লীগের চেয়ারম্যানদের পূনর্বাসন করছেন। আমরা এ ইউএনও'র স্বেচ্ছায় পদত্যাগ চাই। তা না হলে দ্রুত তাকে অপসারণ করা হোক। অন্যথা আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষনা করবো
এ ঘটনার পর শনিবার (২৮ডিসেম্বর) কমিশনারের কার্যালয় চট্টগ্রাম সংস্থাপন শাখার এক অফিস আদেশে বান্দরবান পার্বত্য জেলার বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ইমরান খানকে বদলি করা হয়।
এস.এম/ দেশ জার্নাল
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.