ইতালীর ভিসনেজা প্রভিনসের পৌরসভা মন্তেখিও মাজ্জিওরের আলোচনা সভা
নজরুল ইসলাম উজ্জ্বল, ভিসেন্জা ইতালি প্রতিনিধি
৩০ সে ডিসেম্বর সোমবার ইতালির ভিসেন্জার নির্বাচিত পৌর কাউন্সিলর জনাব মোঃ অলি মিয়ার আয়োজনে এক সাধারন আলোচনা সভার আয়োজন করা হয়।
, উক্ত আলোচনা সভায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোহাম্মদ ওলিমিয়া, সঞ্চালনায় ছিলেন কবির হোসেন,।
উক্ত আলোচনা সভা বিপুল সংখ্যক ভিবিন্ন জনগোষ্ঠীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
উচ্চ আলোচনা সভায় পৌর সভার বিভিন্ন সমস্যা নিয়ে সভায় বক্তব্য রাখেন মোঃ রেজাউল করিম, রাম পাল, করিম, সিরাজ মাজিদ, এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নির্বাচিত কাউন্সিলর জনাব মোঃ অলি মিয়া ।
সভায় বেশ কিছু গুরুত্ব পূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়।
তার মধ্যে উল্লেখযোগ্য ছিল মুসলিম কবরস্থানের বিষয়, বিদেশের মাটিতে কোন বাঙ্গালি মৃত্যু বরন করলে মুসলিম কবর স্থানে ইসলামিক আইন অনুযায়ী মৃত ব্যক্তিদের দাফন করা হয়।
কবরস্থানের জন্য দরকার বিশাল বড় অর্থের এবং পৌরসভা থেকে জায়গা নির্ধারণ করা, এতে অর্থের জোগান দিবে বাঙ্গালী কমিউনিটির সকল মুসলিম। জায়গার ব্যবস্থা করতে যা যা করা দরকার তা পৌর কাউন্সিলর মোঃ ওলি মিয়ার মাধ্যমে সম্পন্ন করা হবে বলে সিদ্ধান্ত হয়। কোন বাঙালি বিদেশের মাটিতে যদি মৃত্যুবরণ করে তাহলে বাংলাদেশের প্রেরণ করতে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ব্যয় হয়।
আলোচনায় সিদ্ধান্ত গৃহীত হয় কমিটির মাধ্যমে সবাই মাসিক একটা চাঁদা দান করবে, ওই চাঁদা থেকে যদি কোন মুসলমান মারা যায় তাহলে দেশে পাঠানোর সমস্ত খরচ কমিটি বহন করবে।
সভায় আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ হয়েছে যেটা যুবসমাজকে বিভিন্ন অপ কর্ম কার্যকলাপ থেকে দূরে থাকার জন্য একটি খেলার মাঠ নির্ধারণ করা হয়েছে। য়াহা ২০২৫ সালের মার্চের মধ্যে হস্তান্তর হবে এতে করে যুব সমাজ অনেক আনন্দিত এ ধরনের একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য পৌর কাউন্সিলরকে ধন্যবাদ জানান ।
গত মাসের নভেম্বরে থেকে চালু হয়েছে ভাষা শিক্ষার ইতালিয়ান কোর্স।
ইতালি ভাষা বোঝানোর জন্য নব নির্বাচিত পৌর কাউন্সিলর মোঃ ওলি মিয়া তার ৫০% নিজ খরছে ভাষা শিক্ষার স্কুল চালু করেছে।
যাতে করে সবাই ভাষা বুঝে ভাষা বলতে পারে।
এ ছাড়া ও প্রবাসীদের কল্যাণে সুযোগ সুবিধা নিয়ে আলাপ আলোচনা হয়েছে । নব নির্বাচিত পৌরসভা কাউন্সিলরের এই উদ্যোগকে সমস্ত কমিউনিটির জনগণ সাধুবাদ জানিয়েছে ।
বাংলাদেশি কমিউনিটির এই প্রথম পৌরসভার নির্বাচিত কাউন্সিলরের মাধ্যমে সুবিধা পেয়ে সবাই অনেক আনন্দিত।
সভা শেষে মধ্যাহ্ন ভোজের এক আয়োজন করা হয়েছে উক্ত আয়োজনে যারা বেশি ভূমিকা রেখেছেন জনাব সিরাজ মুজিদ সোহেল, ইকবাল, শামীম ও উজ্জ্বল তাদের তত্ত্বাবধানে এই মধ্যান্য ভোজ খুবই ভালোভাবে সম্পন্ন হয়েছে।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।