ইব্রাহিম ভাইয়ের হাসিতে কেড়ে নেয় ভোটারে


নিজস্ব প্রতিবেদকঃ
রায়পুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ইব্রাহিম খান শুধু তাঁর ইশতেহার বা প্রতিশ্রুতি দিয়েই নয়, হৃদয় জয় করছেন আন্তরিক হাসি ও সাবলীল আচরণে। প্রার্থীদের ভিড়ে তাঁর হাসিমাখা মুখ ও ভদ্র ব্যবহার ভোটারদের মন ছুঁয়ে যাচ্ছে। অনেকেই বলছেন, “ইব্রাহিম ভাইয়ের মতো নেতা পেলে বাজার উন্নয়নের নতুন দিগন্ত খুলবে।”
রায়পুরের ইতিহাসে এত প্রাণবন্ত ও আনন্দঘন নির্বাচনী পরিবেশ আগে কখনো দেখা যায়নি। গত ১৭ বছরে এমন উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন রায়পুরবাসী প্রত্যক্ষ করেনি। রায়পুর বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী সমাজ এবং সাধারণ মানুষের মাঝে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
ইতিমধ্যে ইব্রাহিম খান তাঁর নির্বাচনী ইশতেহারে যেসব উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন,
তা ব্যবসায়ীদের আশার আলো দেখাচ্ছে। ভোটারদের বড় একটি অংশ মনে করছেন, এই নেতার হাতেই রায়পুর বাজারের ভবিষ্যৎ নিরাপদ।
অনেকেই বলছেন, “আমরা তাকে নেতৃত্বে দেখতে চাই—কারণ উনি কথা দেন, এবং কাজে প্রমাণ করেও দেখান।
তাইতো ভোটারগন বলেন -ভালোবাসা ভালোবেসো শুধু যে তাকে, ভালবাসা-ভালবেসে ধরে যে রাখে।
তাইতো-আনারস প্রতিক ইব্রাহীম খাঁনই রায়পুর বনিক সমিতির ভোটারদের ভালবাসার একমাত্র ব্যক্তি।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।