সংবাদের আলো ডেস্ক: চলমান কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী ও আইনজীবীরা।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে শতাধিক শিক্ষার্থী ও আইনজীবী এই বিক্ষোভ মিছিল করেন।মিছিলটি ঢাকা আইনজীবী সমিতি থেকে শুরু হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এ সময় চলমান কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার সাধারণ শিক্ষার্থীদের মুক্তি চেয়ে ‘আমার ভাই জেলে কেন? খুনিরা বাইরে কেন?’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন রকমের স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 দেশ জার্নাল. All rights reserved.