শুক্রবার, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

উত্তর চরবংশীতে দুইটি ভোটকেন্দ্র স্থানান্তরের দাবিতে জনসমাবেশ ও সংবাদ সম্মেলন ‎

‎রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের দুইটি ওয়ার্ডে ভোটকেন্দ্র পরিবর্তনের দাবিতে পৃথকভাবে জনসমাবেশ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎(৮ অক্টোবর) সন্ধ্যায় উত্তর চরবংশী ইউনিয়নের বানাত মাদ্রাসায় এ জনসমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎১নং ওয়ার্ডের বর্তমান ভোটকেন্দ্র পরিবর্তন করে মাদ্রাসাতুল বানাতে প্রতিস্থাপনের দাবি জানানো হয়।
‎একইভাবে, ২নং ওয়ার্ডের চর ইন্দুরিয়া গ্রামের ভোটকেন্দ্রটি পরিবর্তন করে চর ইন্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (দেওয়ান বাড়ির আঙিনা)-এ স্থানান্তরের দাবি তোলা হয়।


‎স্থানীয়দের অভিযোগ, বর্তমান ভোটকেন্দ্রগুলো দূরবর্তী ও দুর্গম স্থানে হওয়ায় সাধারণ ভোটারদের বিশেষ করে নারী ও প্রবীণদের জন্য ভোট কেন্দ্রে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই সহজে পৌঁছানো যায় এমন প্রতিষ্ঠানে কেন্দ্র স্থানান্তর দাবি জানান তারা।

‎জনসমাবেশ ও সংবাদ সম্মেলনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----