উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: "নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এ শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে অডিটরিয়াম হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিপা সরদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সখিনা খাতুন, জেলা আওয়ামী লীগের সদস্য মতি শিউলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ইসলামীক রিলিফ বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার শরিফুল ইসলাম, নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।