প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৭:১২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৬, ২০২৩, ১২:৩৫ পূর্বাহ্ণ
উলিপুরে নানা কর্মসুচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত !
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: মঙ্গলবার সকালে উলিপুর বিজয় মঞ্চ সংলগ্ন বঙ্গবন্ধুর মুড়ালে পুষ্প্যমাল্য অর্পন করেন, কুড়িগ্রাম ৩ আসনের সংসদ আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএ মতিন, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এমডি ফয়জা রহমান সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অন্যদিকে, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা এর সভাপতিত্বে উলিপুর অডিটোরিয়াম হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উলিপুর প্রশাসন আয়োজিত আলোচনা সভা এবং আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক মুকুল, উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, জেলা আওয়ামী লীগের সদস্য সাজাদুর রহমান তালুকদার সাজু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স.ম আল মামুন সবুজ, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রিপা সরদার, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম সুজা, উলিপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 দেশ জার্নাল. All rights reserved.