প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২৪, ৬:৪৫ অপরাহ্ণ
উলিপুরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত
![]()
উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: উলিপুরে নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার হ্রাস ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করার উদ্দেশ্যেই নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘হাসপাতালে সন্তান প্রসব করান, মা ও নবজাতকের জীবন বাঁচান।গর্ভকালীনপ্রসবকালীন ও প্রসব পরবর্তীকালে সব নারীর জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হলো নিরাপদ মাতৃত্ব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে ও ইউনিসেফ এর সহযোগিতায়: (২৮ মে মঙ্গলবার) সকাল ১১ টায় রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রেলি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে ডা:শুভজিত ভট্টাচার্য(জুনিয়র কনসালটেন্ট এনেস্থিসিয়া)সভাপতিত্বে বক্তব্য রাখেন, নার্সিং সুপারভাইজার মোছা: পারুলা খাতুন, স্যানিটারি ইনসপেক্টর মো: জয়নুল আবেদীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্টোর কিপার মোঃ ফারুক আহমেদ, পরিসংখ্যানবিদ মো: শহিদুর রহমান, এমটি, ইপি, আই, মুরাদ হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.