উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: উলিপুরে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ। পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ওপাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে আশপাট উৎপাদনকারী চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আয়োজনে উপজেলা হলরুমে (১এপ্রিল)সোমবার সকাল ১১ টায় তিন হাজার কৃষক কে ১ কেজি পাট বীজ ও ১২ কেজি সার এর উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মোশাররফ হোসেন, বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিত্যানন্দ বর্মন , উপজেলা পল্লী ইউনিয়ন অফিসার আব্দুল কাদের , উপসহকারী পাঠ উন্নয়ন কর্মকর্তা অতিরিক্ত আনিছুর রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।