উলিপুরে বন্যার্ত পরিবারের মাঝে চাল বিতরণ
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর পানি কমে গেছে। বিভিন্নস্থানে আশ্রয় নেয়া বানভাসি মানুষ বাড়ি ফিরতে শুরু করলেও তাদের দুর্ভোগ কমেনি। দুর্ভোগের শিকার এসব পাশে দাঁড়িয়েছে উপজেলার দলদলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর আমিন নূরা। গতকাল সোমবার (১৫ জুলাই ) দলদলিয়া বামন পাড়ার বাড়িতে জেলা প্রশাসকের সহযোগিতায় ইউপি সদস্য নুর আমিন নূরার উদ্যোগে শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, তার সহধর্মিণী কল্পনা বেগম, মকবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউপি সদস্য নুর আমিন নূরা বলেন, আমার ৩ শতক বাড়িভিটা ছাড়া কিছুই নাই। তারপরও জনগণ আমাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি করেছেন। আমি জনগণের বিপদ-আপদে পাশে থাকতে চাই। এ ছাড়া গরীব দুঃখী মানুষকে সহযোগিতা করতে পারলে আমার খুব ভালো লাগে।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।