উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা হয়।
পরে উলিপুর কেন্দ্রীয় শহিদ মিনার, বঙ্গবন্ধুর ম্যুরাল, শেখ রাসেলসহ জাতীয় চার নেতার প্রতিকৃতি, ৭১ গণকবর স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান, উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু, সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজাসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈনিত নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পরে বেলা ১১টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করে বিভিন্ন ডিপার্টমেন্ট এবং স্কাউটস এর সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 দেশ জার্নাল. All rights reserved.