লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের সিন্দুর্ণা, ডাউয়াবাড়ী ও গড্ডিমারী ইউনিয়নের শীতার্ত দরিদ্র ক্ষতিগ্রস্থ ৫০০টি পরিবারের মাঝে কম্বল-১টি, ভ্যাসলিন-১টি, ব্যাগ-১টি এবং ১৫০টি পরিবারের মাঝে শর্তহীন নগত অর্থ ৬ হাজার করে টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস এর অর্থায়নে মহিদেব যুব সমাজ কল্যান সমিতি (এমজেএসকেএস)। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ময়নুল ইসলাম, জেলার হাতীবান্ধা উপজেলা এবং স্ব-স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার গন, মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস এর প্রতিনিধি মোঃ শাহ অলি উল্ল্যাহ, এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি এর পরিচালক শ্যামল চন্দ্র সরকার ও অন্যান্য কর্মকর্তাগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন লালমনিরহাট জেলার হাতীবান্ধায় মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস এর প্রদত্ত এ সহায়তা ক্ষতিগ্রস্থ পরিবারের ক্ষতি পুষিয়ে নিতে গুরত্বপূর্ন ভুমিকা রাখবে । পাশাপাশি ক্ষতি গ্রস্থ পরিবারের সদস্য গনকে গৃহিত সহাতার মাধ্যেমে পরিবারের সমস্যা সমাধানের পাশাপাশি আয়বর্ধন মূলক কর্মকান্ডে ব্যয় করে পরিবারকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য উপদেশও প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।