উলিপুরে ১৭টি মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেফতার
উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ৩২পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(১১ মে) রাতে বজরা ইউনিয়নের খামার বজরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিন উমানন্দ গ্রামের নজরুল ইসলামের ছেলে নয়ন মিয়া(৩২), উমানন্দ বংশীপাড়া গ্রামের বিনয় চন্দ্রের ছেলে পবিত্র চন্দ্র(৩৬), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের লখিয়ারপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে সাজু মিয়া(২৮) ও আব্দুর রহমান মন্ডলের ছেলে রুবেল মন্ডল (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আতিকুজ্জামান আতিকের নেতৃত্বে এসআই মশিউর রহমান, হোসাইন কবির, এএসআই সোহাগ পারভেজসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে খামার বজরা এলাকা থেকে চার মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিঃ বিহীন পালসার মোটরসাইকেল ও একটি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেফতার নয়ন মিয়ার বিরুদ্ধে পূর্বের ১৭ টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। রোববার(১২ মে) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।