উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ২১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- বজরা ইউনিয়নের খামার দামারহাট এলাকার রুস্তম আলীর পুত্র মোঃ মাসুদ মিয়া(২২), নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ের ধনীগাগলা গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র মোঃ শফিকুল ইসলাম(৩৪) ও নেওয়াশী ইউনিয়নের পনির উদ্দিনের পুত্র হাফিজুর রহমান(৩৫)।
জানা গেছে, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাঁচারের খবর পায় উলিপুর থানা পুলিশ। পরে এসআই আতিকুজ্জামান আতিকের নেতৃত্বে এসআই মশিউর রহমান, এএসআই সোহাগ পারভেজ, কং হারুন অর রশীদ অভিযান চালিয়ে গুনাইগাছ ইউনিয়নের জুম্মাহাট বাজার এলাকা থেকে ২১ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনজনের মধ্যে শফিকুল ইসলামের নামে পূর্বের ৩টি মাদক মামলা রয়েছে।
মঙ্গলবার(৫ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন- গ্রেফতার তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।