সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে ৫৯ পরিবার পেল আশ্রয়ণ প্রকল্পের ঘর !

                            উলিপুরে ৫৯ পরিবার পেল আশ্রয়ণ প্রকল্পের ঘর ! - দেশ জার্নাল
খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৯ আগস্ট) বেলা পৌনে ১১ টায় গণভবন থেকে ভার্চুয়ালি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এর অংশ হিসেবে কুড়িগ্রামের উলিপুরে উপজেলা প্রশাসনের   আয়োজনে মুজিব শতবর্ষ উপলক্ষে ৪র্থ ধাপে ২য় পর্যায়ে ৫৯টি বরাদ্দকৃত ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে আশ্রয়ণ প্রকল্পের জমির দলিলসহ চাবি হস্থান্তর করেন।
এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা প্রমুখ। এ ছাড়াও উপজেলার বিভিন্ন দফতর প্রধানগণ, সুবিধাভোগী পরিবারসহ সূধিজন উপস্থিত ছিলেন।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়