প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৫, ১০:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৪, ৮:০২ অপরাহ্ণ
উলিপুরে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ৫ কেজি গাঁজাসহ বাদশা মিয়া(৩৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি টাঙ্গাইল জেলার সদর উপজেলার মালতীপাড়া এলাকার ফজল হকের ছেলে। শনিবার(১৮ মে) গভীররাতে বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ শামীম মন্ডলের নেতৃত্বে অভিযান চালিয়ে বেগমগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোল্লারহাট বাজার থেকে বাদশা মিয়াকে গ্রেফতার করা হয়।
এসময় তার সাথে থাকা স্কুলব্যাগের ভিতরে পলিথিন ও টেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। রোববার(১৯ মে) বিকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.